স্পোর্টস ডেস্ক: বিজয় হজারে ট্রফিতে আর মাঠে নামা হচ্ছে না বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi)। চলতি প্রতিযোগিতায় তার অভিযান শেষ হয়ে গেল মাত্র একটি ম্যাচেই। উদ্বোধনী ম্যাচে ৮৪ বলে ১৯০ রানের বিধ্বংসী ইনিংস খেলে আলোড়ন ফেললেও, এরপর আর ভারতের ঘরোয়া এক দিনের টুর্নামেন্টে দেখা যাবে না বিহারের এই বাঁহাতি ওপেনারকে।
বুধবার অরুণাচল প্রদেশের বিরুদ্ধে খেললেও শুক্রবার মণিপুরের বিরুদ্ধে নামছে না বৈভব। এর নেপথ্যে রয়েছে বিশেষ কারণ। শুক্রবার ভারতের ৫ থেকে ১৮ বছর বয়সিদের সর্বোচ্চ নাগরিক সম্মান, ‘প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার’ গ্রহণ করেছে বৈভব। সেই অনুষ্ঠানেই যোগ দিতে দিল্লি গিয়েছে সে।
১৪ বছরের বৈভব রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার গ্রহণ করেছে। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে তার। বৈভব ছাড়াও যাঁরা এই সম্মানে ভূষিত হয়েছেন, তাঁদের সঙ্গেও আলাদা করে দেখা করবেন প্রধানমন্ত্রী। সাহসিকতা, শিল্প ও সংস্কৃতি, পরিবেশ, উদ্ভাবনী দক্ষতা, বিজ্ঞান ও প্রযুক্তি, সমাজসেবা এবং ক্রীড়া—এই সাতটি বিভাগে দেওয়া হয় প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার। ক্রীড়া বিভাগে এই সম্মান পেয়েছে বৈভব।
তবে প্রশ্ন উঠছে, শুধু এই একটি ম্যাচ নয়, বিজয় হজারের বাকি ম্যাচগুলিতেও কেন খেলবে না বৈভব? তার ব্যাখ্যা দিয়েছেন বৈভবের ছোটবেলার কোচ মনোজ ওঝা। তিনি জানান, সামনেই রয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। ১৫ জানুয়ারি থেকে জ়িম্বাবোয়েতে শুরু হতে চলেছে সেই প্রতিযোগিতা। তার প্রস্তুতির জন্য ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলে যোগ দিতে হবে বৈভবকে এবং অংশ নিতে হবে প্রস্তুতি শিবিরে। সেই কারণেই বিজয় হজারের বাকি কোনও ম্যাচে তাকে আর পাওয়া যাবে না।
গত এক বছরে ভারতীয় ক্রিকেটে উল্কার গতিতে উত্থান ঘটেছে বৈভব সূর্যবংশীর। প্রথমে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের নজর কেড়েছে সে। এরপর মাত্র ১৩ বছর বয়সেই আইপিএলে দল পেয়েছে বৈভব। নিলামে কোটিপতি হওয়া এই কিশোর রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে নেমে শতরানও করেছে। ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে যুব টেস্ট এবং এক দিনের ম্যাচেও শতরানের নজির রয়েছে তার নামের পাশে।
এছাড়াও সম্প্রতি এমার্জিং এশিয়া কাপ ও অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও শতরান করেছে বৈভব। বিজয় হজারে খেলতে নেমেও আক্রমণাত্মক ব্যাটিংয়ে রেকর্ড গড়েছে সে। তার বিধ্বংসী ব্যাটিং ঘিরে চলছে জোর চর্চা। অনেকেই বৈভবকে ভারতের ভবিষ্যতের তারকা হিসেবে দেখছেন। যদিও এর মধ্যেই ধারাবাহিকতা নিয়ে সমালোচনার মুখেও পড়তে হয়েছে এই কিশোর প্রতিভাকে।




