স্পোর্টস ডেস্ক: রোহিত শর্মা টেস্ট থেকে অবসর নেওয়ার পর থেকেই বিরাট কোহলির (Virat Kohli) অবসর নিয়ে জল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনায় সিলমোহর পড়ল। টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন বিরাট কোহলি। সোমবার বেলা পৌনে বারোটা নাগাদ কোহলি ইনস্টাগ্রামে লম্বা পোস্ট করেন। লেখেন, ‘টেস্ট ক্রিকেটে ব্যাগি ব্লু টুপি পরার পর ১৪ বছর কেটে গিয়েছে। সত্যি কথা বলতে কী কোনও দিন ভাবিনি এই ফর্ম্যাটে সফরটা আমাকে এই জায়গায় নিয়ে যাবে। এই ফর্ম্যাট আমার পরীক্ষা নিয়েছে, আমাকে তৈরি করেছে, আর যা শিক্ষা দিয়েছে, আজীবন মনে রাখব।’
এখানেই শেষ নয়, কোহলির সংযোজন, ‘সাদা পোশাকে খেলার মধ্যে ব্যক্তিগত আবেগ রয়েছে। শান্তি রয়েছে। পাঁচদিনের খেলা, ছোট ছোট মুহূর্ত যেটা কেউ দেখতে পায় না অথচ সারাজীবন থেকে যায়।’ কোহলি লেখেন, ‘এই ফর্ম্যাটকে বিদায় জানানো সহজ ছিল না। কিন্তু এটাই সঠিক বলে মনে হচ্ছে। আমি এই ফর্ম্যাটকে নিজের সবকিছু দিয়েছিলাম। আর আমাকে ফিরিয়ে দিয়েছিল এত কিছু, যা আশাও করিনি।’ যোগ করেছেন, ‘আমি বিদায় নিচ্ছি কৃতজ্ঞ হৃদয়ে, খেলাটির প্রতি, যাদের সঙ্গে মাঠে সময় কাটিয়েছি তাদের প্রতি, আর সেই সমস্ত ব্যক্তিদের প্রতি যারা গোটা সফরে পাশে ছিল। আমি সব সময় নিজের টেস্ট কেরিয়ারের দিকে হাসিমুখেই তাকাব।’
উল্লেখ্য, কোহলি দেশের হয়ে ১২৩ টেস্ট খেলেছেন। ৪৬.৮৫ ব্যাটিং গড়ে ৯২৩০ রান করেছেন বিরাট। যার মধ্যে ৬৮ টেস্টে তিনি ছিলেন দলের অধিনায়ক।
View this post on Instagram