Thursday, December 4, 2025
spot_img
20 C
West Bengal

Latest Update

Narendra Modi & Vladimir Putin

Vladimir Putin | Narendra Modi | দিল্লি পৌঁছোলেন পুতিন, স্বাগত জানাতে বিমানবন্দরে মোদি

Follow us on :

ওয়েব ডেস্ক: দু’দিনের ভারত সফরে নয়াদিল্লিতে পৌঁছলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রানওয়েতে দাঁড়িয়েই করমর্দন ও আলিঙ্গনে নয়াদিল্লি-মস্কো সম্পর্কের উষ্ণতা প্রকাশ করেন দুই নেতা। এরপর একই গাড়িতে বিমানবন্দর থেকে রওনা হন তাঁরা।

সাধারণ নিয়মে বিদেশি রাষ্ট্রনেতাকে স্বাগত জানাতে উপস্থিত থাকেন বিদেশমন্ত্রী বা বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী। তবে অতীতেও এই প্রোটোকল ভেঙেছেন মোদি—২০১৭ সালে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং ২০১৮ সালে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে বিমানবন্দরে নিজে গিয়ে অভ্যর্থনা জানিয়েছিলেন তিনি।

এ বার পুতিন যোগ দেবেন ২৩তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষবৈঠকে। শুক্রবার হায়দরাবাদ হাউসে অনুষ্ঠিত বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে অন্যতম রাশিয়া থেকে অতিরিক্ত এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনা।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-কে দেওয়া সাক্ষাৎকারে পুতিন বলেন, “মহাকাশ গবেষণা, পরমাণুশক্তি, জাহাজ নির্মাণ, বিমান নির্মাণ—সহ ভবিষ্যতের বিভিন্ন ক্ষেত্রেই ভারত ও রাশিয়া একসঙ্গে কাজ করছে।” তিনি আরও জানান, দুই দেশ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে সহযোগিতা নিয়েও আলোচনা করবে।

Entertainment