কলকাতা: সোমবার বিকেল থেকেই রাজ্যের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি (Rain Forecast Today)। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। জৈষ্ঠ্যের শুরুতে একটানা বৃষ্টিতে খানিক স্বস্তি পেয়েছে বঙ্গবাসী। তবে কলকাতায় এর প্রভাব খুব একটা পড়েনি (Weather Update)।
মঙ্গলবারেও সকাল থেকে আকাশের মুখ ভার। বেলা বাড়লেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সূর্যের তেজ তেমন নেই। হাওয়া অফিস জানিয়েছে, এদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। একই পরিস্থিতি থাকবে বুধবারও। মঙ্গল ও বুধবার জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সর্তকতা জারি করেছে হাওয়া অফিস।
হাওয়া অফিস আরও জানিয়েছে, মে-র শেষদিকে চলবে টানা বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়ার পরিস্থিতি। ২৬ মে পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, দুই পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, নদীয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভবনা। সঙ্গে ৩০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুতের সম্ভাবনা।
দক্ষিণবঙ্গের জেলায় জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা। এছাড়া আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাতের সম্ভবনা। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি। স্বাভাবিকের থেকে কিছুটা কম। মঙ্গলবার মহানগরের তাপমাত্রা থাকবে ২৮.৭, যা স্বাভাবিকের চেয়ে দু’ ডিগ্রি বেশি।