Sunday, June 15, 2025
spot_img
36.9 C
West Bengal

Latest Update

Weather Update

Weather Update | কবে ঢুকছে বর্ষা? দেখুন বড় আপডেট

Follow us on :

কলকাতা: নির্ধারিত সময়ের আগেই কেরলে আসছে বর্ষা (Monsoon)। মঙ্গলবার আইএমডি (IMD) সূত্রে খবর, আগামী চার থেকে পাঁচদিনের মধ্যেই আসতে চলেছে বর্ষা। কারণ ওই সময়ের মধ্যেই দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু কেরলে ঢুকতে চলেছে। আগেই ২৭ মের পূর্বাভাস দিয়েছিল আইএমডি।

আইএমডির তথ্য অনুযায়ী, যদি প্রত্যাশা অনুযায়ী কেরলে মৌসুমি বায়ু পৌঁছায়, তাহলে ২০০৯ সালের পর থেকে ভারতের মূল ভূখণ্ডে এটাই হবে প্রথম বর্ষা। ২০০৯ সালে বর্ষা ২৩ মে শুরু হয়েছিল।

সাধারণত, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ১ জুনের দিকে কেরলে আসে। ৮ জুলাইয়ের মধ্যে সমগ্র দেশে ছড়িয়ে পড়ে। ১৭ সেপ্টেম্বরের দিকে উত্তর-পশ্চিম ভারত থেকে বিদায় নিতে শুরু করে এবং ১৫ অক্টোবরের মধ্যে সম্পূর্ণরূপে বিদায় নেয়।

সাম্প্রতিক বছরগুলিতে, শুরুর তারিখগুলি ছিল:

৩০ মে (২০২৪), ৮ জুন (২০২৩), ২৯ মে (২০২২), ৩ জুন (২০২১), ১ জুন (২০২০)।

আবহাওয়া দফতর এক্স হ্যান্ডেলে জানিয়েছে, “আগামী ৪-৫ দিনের মধ্যে কেরলে মৌসুমী বায়ু প্রবেশ করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে ৷” চলতি বছরের এপ্রিলেই আবহাওয়া দফতর পূর্বাভাস অনুযায়ী, বর্ষার পথে প্রতিবন্ধকতা হবে না এল নিনো ৷ তাই এবার দেশে স্বাভাবিকের থেকে কিছুটা বেশি বৃষ্টি হবে ৷ এল নিনোর (El Nino) প্রভাবে স্বাভাবিকের থেকে কম বৃষ্টি হয়ে থাকে ৷

আইএমডির তথ্য অনুযায়ী, গত ৫০ বছরের গড়ে ৯৬ শতাংশ এবং ১০৪ শতাংশের মাঝামাঝি ৮৭ সেমি বৃষ্টিপাতকে স্বাভাবিক বলে ধরা হয় ৷ তবে দীর্ঘ সময় গড়ে ৯০ শতাংশের কম বৃষ্টি হলে তাকে ঘাটতি বলা ধরা হয়। ৯০ ও ৯৫ শতাংশের মাঝামাঝিকে ‘স্বাভাবিকের থেকে কম’, ১০৫ শতাংশ ও ১১০ শতাংশের মধ্যে হলে তাকে স্বাভাবিকের থেকে বেশি এবং ১১০ শতাংশের বেশি বৃষ্টিপাতকে অধিক বলে ধরে নেওয়া হয়।

Entertainment