ওয়েব ডেস্ক: ছুটির দিন সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ। বৃষ্টির (Rain) দেখা নেই বললেই চলে। একটা পুজো-পুজো আমেজ আকাশে-বাতাসে। তবে শরতের এই আবহাওয়া (Weather Update) বেশিদিন হয়তো স্থায়ী হবে না। কারণ আবহাওয়া দফতর জানিয়েছে, নতুন সপ্তাহের মাঝামাঝি সময় থেকে ফের বাংলায় সক্রিয় হবে মৌসুমি অক্ষরেখা। এর ফলে রাজ্যে আরও এক দফায় প্রচুর জলীয় বাষ্প ঢুকবে।
আগামী সপ্তাহে সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হলেও ভারী বৃষ্টির সম্ভাবনা খুব কম। বৃষ্টি হলেও তা মূলত ছিটেফোঁটা এবং হালকাই হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টি কম হওয়ার কারণে তাপমাত্রা ক্রমশ বাড়বে। একই সঙ্গে জলীয় বাষ্প আর্দ্রতা বাড়বে। ফলে পুজোর আগে বাড়বে অস্বস্তি।
উত্তরবঙ্গেও (North Bengal Weather) তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে। সোমবার থেকে উপরের দিকের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি গতির দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে তাপমাত্রা তেমন কমবে না। আবহাওয়া দফতর জানিয়েছে, দু’দিন পর থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে এবং তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে।
বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। কলকাতা (Kolkata Weather) সহ আশপাশের জেলায় মাঝে মাঝে রোদ উঠলেও আংশিক মেঘলা আকাশ থাকবে এবং তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে। উত্তরবঙ্গেও বুধবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়।