ওয়েব ডেস্ক: ফের জোড়া নিম্নচাপের (Weather Update) সতর্কতা (Alert), অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি ২৬টি রাজ্যে। ঘণ্টায় ৬৫ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা বিহার, ঝাড়খণ্ড, কর্নাটক, কেরল, মাহে, মধ্যপ্রদেশ ও রাজস্থান ও উত্তরপ্রদেশে। পাশাপাশি জম্মু-কাশ্মীর লাদাখ মোজাফফরাবাদেও অতি ভারী বৃষ্টি চলবে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর (Weather Office)।
ভারী বৃষ্টির জন্য সতর্কতা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, ছত্তীশগড়, হিমাচল প্রদেশ, কর্নাটক, কঙ্কন, গোয়া, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, ওড়িশা, পঞ্জাব, উত্তরবঙ্গ, সিকিম, তামিলনাডু, পণ্ডিচেরি, করাইকাল ও উত্তরাখণ্ডে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলছে কঙ্কন, গোয়া, সৌরাষ্ট্র, কচ্ছ, গুজরাত এবং মহারাষ্ট্রে। অসম এবং মেঘালয়ে অতি ভারী বৃষ্টি চলবে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস। অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরাতে ১৭ জুলাই পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত বজায় থাকবে।
এই মুহূর্তে বাংলায় তেমনভাবে দুর্যোগের পূর্বাভাস নেই। কারণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের (Gangetic West Bengal) গভীর নিম্নচাপটি শক্তি হারিয়ে ঝাড়খণ্ড (Jharkhand) ও বিহারের (Bihar) উপর অবস্থান করছে। এটি আরও পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগিয়ে পূর্ব উত্তর প্রদেশ প্রবেশ করবে আগামী ২৪ ঘণ্টায়। উত্তর-পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। নিম্নচাপ সরলেও বাংলার উপর বর্তমানে সক্রিয় বায়ুর মৌসুমী অক্ষরেখা। তাই ২২ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রতিটা জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির (Rain) পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা।
মৌসুমী অক্ষরেখা পুরুলিয়া ও কাঁথির উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে শুধুই মৌসুমী অক্ষরেখা রয়েছে। ফলে বৃষ্টির প্রভাব কিছুটা কমবে। বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। এদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতে। বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে বলে আর্দ্রতাজনিত অস্বস্তি ক্রমশ বাড়বে।
আজ দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস।