কলকাতা: পুজোর মুখে বঙ্গোপসাগরে ফের দুর্যোগ ঘনাচ্ছে। সোমবার বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। ফলে রবি ও সোমবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস (Weather Update)। কিন্তু পুজোর সময় বাংলার আবাহাওয়া কেমন থাকবে? সেই বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে আবহাওয়া যে বদলাবে তার ইঙ্গিত পাওয়া গিয়েছে হাওয়া অফিস সূত্রে।
কিন্তু আজ অর্থাৎ রবিবার কেমন থাকবে আবহাওয়া?
আইএমডি সূত্রে খবর, দক্ষিণবঙ্গের ১০ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কার বার্তা দেওয়া হয়েছে। এইজেলাগুলিতে রয়েছে হলুদ সতর্কবার্তা। দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় দুর্যোগের পূর্বাভাসের কথা জানিয়েছে হাওয়া অফিস। এবার এই জেলাগুলির মধ্যে ইতিমধ্যেই বর্ধমান, মেদিনীপুরের একাধিক গ্রামে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের ২ জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হলুদ সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস।