ওয়েব ডেস্ক: ধর্ম একজন মানুষ, একটা সম্প্রদায়ের অবলম্বন হয়ে উঠতে পারে। কিন্তু দেশ পরিচালনার ক্ষেত্রে ধর্ম কখনওই চালিকা শক্তি কিংবা অন্তরায় হয়ে উঠতে পারে না। এই সারসত্য অত্যন্ত ঠান্ডা মাথায় বুঝিয়ে দিলেন আমেরিকার রিপাবলিকান নেতা বিবেক রামস্বামী। হিন্দু ধর্ম নিয়ে কটুকাটব্য করছিলেন এক মার্কিন ছাত্র। তাঁকে শান্তভাবেই ‘শিক্ষা’ দিলেন তিনি।
প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হয়েছিলেন রামস্বামী। কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে জায়গা ছেড়ে দলের পরামর্শদাতা হিসেবে কাজ করছেন। গত মাসে পেনসিলভানিয়ায় এক সভায় বক্তব্য রাখতে গিয়েছিলেন রামস্বামী। সেখানে প্রশ্নোত্তর পর্বে তাঁর হিন্দু ধর্মে বিশ্বাস নিয়ে অপমানজনক মন্তব্য করেন মার্কিন ছাত্রটি। হিন্দু ধর্ম জংলি, অসভ্যদের, আমেরিকায় তা অচল বলেও মন্তব্য করেন তিনি। মুক্তির একমাত্র পথ যিশু খ্রিস্ট, এমনটাও প্রতিপন্ন করতে চান তিনি। বিন্দুমাত্র উত্তেজিত না হয়ে ওই পড়ুয়ার যাবতীয় ভ্রান্তির মোকাবিলা করেন রামস্বামী।
রিপাবলিকান নেতা মজা করে বলেন, “আমি এর থেকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছি। তাই বেশিমাত্রায় নিজের পিঠ চাপড়ানোর প্রয়োজন নেই। আমি চাই না আপনি পিঠে ব্যথা নিয়ে বাড়ি ফিরে যান।” রামস্বামীর এই কথায় সভাঘরে হাততালির ঝড় ওঠে।
এরপর আমেরিকার তৃতীয় প্রেসিডেন্ট থমাস জেফারসনের নামোল্লেখ করেন তিনি। জেফারসন প্রথাগত খ্রিস্টান ছিলেন না, একেশ্বরবাদে বিশ্বাস করতেন। এহেন ব্যক্তিটি আমেরিকার ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া কাজ করেছেন। স্বাধীনতার ঘোষণাপত্রে জেফারসনের সই ছিল।
ওই ছাত্রটি মাঝপথে বলে ওঠেন, জেফারসনকে তিনি খ্রিস্ট ধর্মের শত্রু মনে করেন। সঙ্গে সঙ্গে রামস্বামী বলেন, “আপনার আর আমার পার্থক্য এখানেই। যদি আপনি বিশ্বাস করেন যে খাঁটি খ্রিস্টান না হওয়ার কারণে জেফারসন আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নন, তাহলে আমি এবং আপনি আমেরিকার ভবিষ্যতকে আলাদাভাবে দেখছি। আমার কাছে সংবিধানের প্রতি দায়বদ্ধতাই আসল।”
Some on the left reject Thomas Jefferson because he was a “slaveholder.” Some on the right reject him because he was a “deist” & “an enemy of Christianity.” Both are foolish. A fun teaching moment tonight. 🇺🇸 pic.twitter.com/kpuXMJhz95
— Vivek Ramaswamy (@VivekGRamaswamy) October 16, 2024
ভিডিও সৌজন্য- One India