ওয়েব ডেস্ক: রাজ্যে ইতিমধ্যেই শীতর আমেজ অনুভূত হচ্ছে। আর এরমধ্যেই মরশুমের প্রথম শৈত্যপ্রবাহের (Cold Wave) খবর জানাল আবহাওয়া দফতর। অর্থাৎ শৈত্যপ্রবাহ হতে চলেছে রাজ্যে। ১৩ ডিসেম্বর শুক্রবার থেকে ১৫ই ডিসেম্বর রবিবার পর্যন্ত শৈত্যপ্রবাহ রাজ্যের পশ্চিমের জেলায়।
কলকাতা সহ দক্ষিণবঙ্গে ১৮ নভেম্বর পর্যন্ত স্বাভাবিকের থেকে ২ থেকে ৩ ডিগ্রি নিচে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। উত্তরবঙ্গে থাকবে কুয়াশার দাপট। দিনভর মোটের ওপর পরিস্কার থাকবে সারা পশ্চিমবঙ্গে। বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যে। অবাধে চলবে উত্তুরে হাওয়া। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই।
কোন জেলায় কবে শৈতপ্রবাহ হবে?
আগামী ২৪ ঘন্টায় শৈত্য প্রবাহের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের চার জেলায়। পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় শৈত্য প্রবাহ চলতে পারে শুক্রবার। শনি ও রবিবারে শৈত্য প্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে পাঁচ জেলায়। বাঁকুড়া পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই পাঁচ জেলায় শৈত্য প্রবাহ চলবে। ১৫ তারিখের মধ্যেই জেলাগুলোর তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি পর্যন্ত নিচে নেমে যেতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের নিচে থাকবে। জমিয়ে শীত বা জাঁকিয়ে শীতের পরিস্থিতি দক্ষিণবঙ্গে।