Tuesday, September 16, 2025
spot_img
25 C
West Bengal

Latest Update

Urvashi Rautela

হাসপাতালে উর্বশী রাউতেলা, কী হয়েছে?

সারাক্ষণ চিকিৎসকেরা পর্যবেক্ষণে রেখেছেন উর্বশীকে

Follow us on :

হায়দরাবাদ: তেলুগু ছবির নামী তারকা নন্দমুরি বালাকৃষ্ণের আসন্ন ছবি ‘এনবিকে ১০৯’-এ দেখা যাবে উর্বশী রাউতেলাকে। সেই শুটিং ফ্লোরে ভয়ঙ্কর দুর্ঘটনা। হাড় ভেঙেছে অভিনেত্রীর। যদিও এই প্রসঙ্গে এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেওয়া হয়নি উর্বশীর তরফে। জানা গিয়েছে, হায়দরাবাদে সেরা চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে উর্বশীর জন্যে। সারাক্ষণ চিকিৎসকেরা পর্যবেক্ষণে রেখেছেন তাঁকে।

আর উর্বশী হাসপাতালে, এই খবর পেয়ে উদ্বেগে তাঁর অনুরাগীরা। ২০২৩ সালের নভেম্বর মাসে এই ছবির শুটিং শুরু হয়। চলতি বছরে অক্টোবর মাসে সিনেমা হলে ছবির মুক্তি পাওয়ার কথা। নন্দমুরি বালাকৃষ্ণ, উর্বশী ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দুলকর সলমন ও প্রকাশ রাজ।

 

Entertainment