নিউ ইয়র্ক: এই মুহূর্তে শাহরুখ খান (Shah Rukh Khan) সপরিবারে রয়েছেন নিউ ইয়র্ক শহরে। সেখানেই একটি বিপণীতে তাঁর দেখা মিলল, সঙ্গে ছিলেন মেয়ে সুহানা (Suhana Khan)। শাহরুখ খান ও কন্যা সুহানা খানের একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে, মেয়ের সঙ্গে দোকানে ঘুরে ঘুরে কেনাকাটা করছেন বলিউডের বাদশা। বেঞ্চে বসে পায়ে গলিয়ে দেখছেন নতুন জুতো, কোনটা কেনা যায়!
View this post on Instagram
উল্লেখ্য, ‘পাঠান’, ‘জওয়ান’, ‘ডাঙ্কি’র সাফল্যের পর এ বার তিনি তৈরি হচ্ছেন ‘কিং’-এর জন্য। এই ছবিতেই প্রথমবার তিনি অভিনয় করবেন মেয়ে সুহানার সঙ্গে। ২০২৩ সালে সুহানাও বলিউডে পা রেখেছেন। জোয়া আখতারের ‘দ্য আর্চিজ’ ছবিতে অভিনয় করেছেন তিনি।