কলকাতা: এ বছর ‘মোহনবাগান রত্ন’ পাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। আগামী ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁর হাতে এই সম্মান তুলে দেওয়া হবে। ঘটনাচক্রে, ওই দিন থেকেই অনুশীলন শুরু করছে মোহনবাগানের সিনিয়র দল। যে দিন সৌরভের নাম ঘোষণা করা হল, সে দিনই মোহনবাগান কলকাতা লিগে প্রথম ম্যাচে জিতেছে।
প্রতি বছরই ‘মোহনবাগান রত্ন’ পুরস্কার দেওয়া হয়। ২৯ জুলাই ক্লাবের প্রতিষ্ঠা দিবসে সেই পুরস্কার তুলে দেওয়া হয় সংশ্লিষ্ট ক্রীড়াবিদের হাতে। গত বছর এই পুরস্কার পেয়েছিলেন গৌতম সরকার। তার আগের বছর পেয়েছিলেন শ্যাম থাপা। তবে এ বারই সম্ভবত প্রথম বার কোনও ক্রিকেটারকে এই সম্মানে ভূষিত করা হচ্ছে। অতীতে হকিতে গুরবক্স সিংহ এবং কেশব দত্তকে ‘মোহনবাগান রত্ন’ সম্মান দেওয়া হয়েছে।
উল্লেখ্য, খেলোয়াড় জীবনে ন’বছর মোহনবাগানের হয়ে খেলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।