Saturday, March 15, 2025
spot_img
23.8 C
West Bengal

Latest Update

Independence Day

১৫ অগাস্ট ভারত ছাড়া আরও ৫টি দেশের স্বাধীনতা দিবস

Follow us on :

কলকাতা: ১৫ অগস্ট ২০২৪ সালে পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র ভারত তার ৭৮ তম স্বাধীনতা দিবস (Independence Day) পালন করতে চলেছে। ১৯৪৭ সালে পরাধীনতার বেড়াজাল থেকে মুক্ত হয়েছিল এই দেশ, জন্ম হয়েছিল স্বাধীন ভারতের। এবারেও দেশ জুড়ে সাড়ম্বরে পালিত হবে স্বাধীনতা দিবস। শুরু হয়ে গিয়েছে তোড়জোড়। একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। কিন্তু এই দিন ভারচ ছাড়াও আরও ৫টি দেশের স্বাধীনতা দিবস। সেই দেশগুলি সম্পর্কে জেনে নিন-

উত্তর এবং দক্ষিণ কোরিয়া: ১৫ অগাস্ট উত্তর এবং দক্ষিণ কোরিয়া জাপান বিজয় দিবস হিসেবে পালন করে। দুটো দেশেই এই দিনটিতে সরকারি ছুটি পালিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান মার্কিন এবং রাশিয়ার কাছে যখন আত্মসমর্পণ করে তখন ১৯৪৫ সালে ১৫ অগাস্ট জাপানি উপনিবেশের পতন ঘটে এক দুই দেশে। এর প্রায় তিন বছর পর সোভিয়েত রাশিয়ার সমর্থনে উত্তর এবং আমেরিকার সমর্থনে দক্ষিণ কোরিয়ার জন্ম হয়।

গণপ্রজাতন্ত্রী কঙ্গো: কঙ্গোতে ফরাসি উপনিবেশের পতন ঘটে ১৯৬০ সালে। এই দেশের আগের নাম ছিল ফ্রেঞ্চ কঙ্গো কারণ ১৮৮০ সাল থেকে ফরাসিরা এই দেশ শাসন করতে শুরু করেছিল। তবে পরবর্তীকালে ১৯০৩ সালে নাম বদলে হয় মধ্য কঙ্গো।

বাহরিন: মধ্যপ্রাচ্যের এই দেশটিও ১৫ অগাস্ট ব্রিটিশদের পরাধীনতার কবল থেকে মুক্ত হয়েছিল। ১৯৭১ সালে রাষ্ট্রসঙ্ঘের মধ্যস্থতায় ব্রিটিশ সাম্রাজ্যের পতন ঘটে এই দেশে।

লিচেনস্টাইন: জার্মানদের হাত থেকে এই দেশটি ১৮৬৬ সালে স্বাধীনতা পায়। তারপর ১৯৪০ সালে সে দেশের সরকার ১৫ অগাস্টকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করে।

Entertainment