Friday, March 14, 2025
spot_img
39.4 C
West Bengal

Latest Update

Weather Update

কোন কোন জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস? জেনে নিন

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোথাও কোথাও ৭০-১১০ মিলিমিটার বৃষ্টি হতে পারে

Follow us on :

কলকাতা: মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম-বেশি বৃষ্টি হবে (Weather Update)। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বুধবার থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে।

কবে, কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে?

বুধবার দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। আবার বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং হাওড়ায়।

শুক্রবারও ভারী বৃষ্টি হতে পারে কয়েকটি জেলায়। তার মধ্যে রয়েছে, দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং হাওড়া। এই জেলাগুলির দু’একটি জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শনিবার বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। এই সময়ের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোথাও কোথাও ৭০-১১০ মিলিমিটার বৃষ্টি হতে পারে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেরও বেশির ভাগ জেলায় মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Entertainment