Friday, March 14, 2025
spot_img
34.4 C
West Bengal

Latest Update

I Phone 16

আসছে I Phone 16, ৭টি পয়েন্টে জানুন কী কী নতুনত্ব থাকছে

ব্যাটারির ক্ষমতা সামান্য বাড়ছে

Follow us on :

ওয়েব ডেস্ক: আইফোন ১৬ (I Phone 16) সিরিজ আসতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। যথারীতি সেই নিয়ে চর্চা থাকবে, এটাই স্বাভাবিক। তবে এখনও পর্যন্ত সঠিকভাবে কিছু জানা যায়নি কী কী নতুনত্ব থাকছে। তবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে কিছু তথ্য পাওয়া গিয়েছে। যদিও সেইসব তথ্য নিউজ ওয়ান বাংলা যাচাই করেনি। কিন্তু তথ্যগুলো কী সেগুলে সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। কারণস হতেও পারে তথ্যগুলো সঠিক।

১) এ বার আইফোনে চারটি মডেলই থাকবে— আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো আর আইফোন ১৬ প্রো ম্যাক্স।

২) প্রো মডেলের ডিসপ্লের আকার বেড়ে হচ্ছে যথাক্রমে ৬.৩ ইঞ্চি এবং ৬.৯ ইঞ্চি। তবে, ডিসপ্লের আকার বাড়লেও ফোনের আকার খুব একটা বাড়বে না। ডিসপ্লের বেজেল আরও পাতলা হবে। তবে নন প্রো মডেল ১৬, ১৬ প্লাসের আকার বা বেজেলে কিন্তু কোনও পরিবর্তন নেই।

৩) দুটো ক্যামেরাই থাকছে, তবে পাঁচ বছর আগের আইফোনের মতো লেন্স দুটো থাকবে লম্বালম্বি ভাবে। যে লেন্সের একটা ৪৮ মেগাপিক্সেলের মেন সেন্সর অন্যটা ১২ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স।

৪) প্রো মডেল দুটোতেই থাকছে গত বারের মতো তিনটি ক্যামেরা। ৪৮ মেগাপিক্সেলের মেন ক্যামেরা, ৪৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড আর একটা ৫ এক্স অপটিকাল জুম লেন্স।

৫) চারটি মডেলেই ব্যাটারির ক্ষমতা সামান্য বাড়ছে। সঙ্গে প্রো মডেল দু’টিতে ৪০ ওয়াটের চার্জিং সাপোর্ট, ২০ ওয়াটের ম্যাগসেফ চার্জিং তো থাকছেই। নন প্রো মডেলে থাকছে যথাক্রমে ২৭ ওয়াট আর ১৫ ওয়াট চার্জিং সাপোর্ট।

৬) এ বারও আপগ্রেড হচ্ছে প্রসেসর। আইফোন ১৬ আর ১৬ প্লাসে থাকবে বায়োনিক এ১৮ চিপ আর ১৬ প্রো, ১৬ প্রো ম্যাক্সে বায়োনিক এ ১৮ প্রো৷

৭) অ্যাপল সম্ভবত এ বার তাদের চারটি আইফোন মডেলেই যে ক্যাপচার বাটন দেবে সেটা নিয়েই সবচেয়ে বেশি প্রচার করবে। ক্যাপচার বাটন হল স্মার্টফোনের ফ্রেমে, পাওয়ার বাটনের কিছুটা নীচে ক্যামেরার জন্য একটা ডেডিকেটেড বাটন। যেটা এ বার আইফোন ১৬ সিরিজের সবচেয়ে আলোচ্য বিষয়।

তবে সবগুলোই জল্পনা। কোনটা ঠিক আর কোনটা ভুল, তা জানার জন্য আর মাত্র কয়েকটা সপ্তাহের অপেক্ষা।

Entertainment