Friday, March 14, 2025
spot_img
34.4 C
West Bengal

Latest Update

Sunita Williams

Sunita Williams | কবে পৃথিবীতে ফিরবেন সুনীতা উইলিয়ামস?

Follow us on :

ওয়েব ডেস্ক: সুনীতা উইলিয়ামস (Sunita Williams) এবং তাঁর সহযাত্রী ব্যারি বুচ উইলমোর এই মুহূর্তে আন্তর্জাতিক স্পেস স্টেশনে আটকে রয়েছেন। যে Boeing Starliner মহাকাশযানে চেপে অভিযানে গিয়েছিলেন তাঁরা, সেটি বিকল হয়ে গিয়েছে। ফলে সেটিতে চেপে পৃথিবীতে তাঁদের ফিরিয়ে আনতে ভরসা পাচ্ছেন না কেউ। তাই NASA জানিয়েছে, আপাতত সুনীতা এবং ব্যারিকে ছাড়াই পৃথিবীতে মহাকাশযানটিকে ফেরানোর চেষ্টা হবে।

কিন্তু সুনীতা এবং ব্যারি কবে ঘরে ফিরবেন? NASA জানিয়েছে, আগামী বছর ফেব্রুয়ারি মাসে নিরাপদে পৃথিবীতে ফেরানো হতে পারে সুনীতা এবং ব্যারিকে। ধনকুবের ইলন মাস্কের সংস্থা SpaceX-এর রকেট পাঠিয়ে সুনীতা এবং ব্যারিকে পৃথিবীতে ফেরানো হবে। তাই আরও কয়েক মাস মহাকাশেই আটকে থাকতে হচ্ছে সুনীতা এবং ব্যারিকে।

Entertainment