Saturday, March 22, 2025
spot_img
21.3 C
West Bengal

Latest Update

Khadaan

Khadaan | ‘খাদান’-এর ঝলকে কীসের ইঙ্গিত দেবের?

Follow us on :

ওয়েব ডেস্ক: বৃহস্পতিবার, দেব তাঁর বহু প্রতীক্ষিত ছবি ‘খাদান’ (Khadaan)-এর প্রথম ঝলক দর্শকের সামনে নিয়ে এলেন। বুধবার ‘খাদান’-এর টিজার দেখে প্রথম প্রতিক্রিয়া দেন সৃজিত মুখোপাধ্যায়। তাঁকে ধন্যবাদ জানিয়ে সেই ভিডিয়োটি সমাজমাধ্যমে পোস্ট করেন দেব। সৃজিতের মতে, বাংলা ছবিতে আগে ‘খাদান’-এর মতো টিজার তিনি দেখেননি। মূলধারার বাণিজ্যিক ছবিকে দর্শকের মধ্যে ফিরিয়ে আনতে হলে বাংলায় এ রকম আরও ছবি তৈরি করা উচিত বলেই মনে করছেন সৃজিত।

টিজারে কীসের ইঙ্গিত?

লম্বা চুল, একগাল দাড়ি, মুখে জ্বলন্ত বিড়ি— চমকে দিয়েছেন দেব। কুঠার হাতে একের পর এক শত্রু নিকেশ করছেন। তার সঙ্গেই অভিনেতার মেঠো সংলাপ এবং ‘অ্যাকশন’ অবতার অনুরাগীদের নজর কেড়েছে। ঝলকে দেখা মিলেছে যীশু সেনগুপ্তেরও। তবে ঝলক প্রকাশের পর অনেকেই দক্ষিণী ছবির সঙ্গে তুলনা করেছেন। দেবের লুক, ছবির ঝলক দেখে নেটাগরিকের একাংশ ‘কেজিএফ’ এবং ‘সালার’ ছবির প্রসঙ্গ তুলছেন। তবে, বাংলায় যে দেব নতুন চমক হাজির করতে চলেছেন, অভিনেতার সেই উদ্যোগের প্রশংসা করেছেন অনেকেই। একই সঙ্গে ছবিটি চলতি বছরে বাংলা বক্স অফিসে একাধিক নজির গড়তে পারবে কি না, তা নিয়েও শুরু হয়েছে চর্চা।

Entertainment