কলকাতা: আরজি কর হাসপাতালে বোমাতঙ্ক! বৃহস্পতিবার সকালে হাসপাতাল চত্বরে পড়ে থাকা একটি বড় ব্যাগকে কেন্দ্র করে বোমাতঙ্ক ছড়ায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে আরজি কর হাসপাতাল চত্বরে অন্য দিনের মতোই অবস্থানমঞ্চে বসেছিলেন জুনিয়র ডাক্তারদের একাংশ। ওই মঞ্চের কাছে হঠাৎই একটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। কিন্তু ওই ব্যাগটি কার, বার বার জিজ্ঞাসা করার পরেও তার সদুত্তর মেলেনি। তার পরেই ব্যাগটিতে বোমা রয়েছে বলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অবস্থানমঞ্চ থেকে সরে যান অনেকেই। যদিও ব্যাগিটিতে কোনও বোমা ছিল না।