স্পোর্টস ডেস্ক: ভারত-বাংলাদেশ (India vs Bangladesh) প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ভারতের ইনিংস শেষ হয় ৩৭৬ রানে। জবাবে ব্যাট করতে নেমে শান্তর বাংলাদেশ গুটিয়ে যায় মাত্র ১৪৯ রানে। এরপর আম্পায়র ভারত অধিনায়ককে ফলো অন করানোর কথা জিজ্ঞাসা করলে রোহিত দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সিদ্ধান্ত নেন। আর ব্যাট করতে নেমে ভারত দিনের শেষে ৩ উইকেটে ৮১ রান। ভারত এগিয়ে ৩০৮ রানে। অর্থাৎ দ্বিতীয় দিনেই জয়ের গন্ধ পাচ্ছে ভারত।
দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার সময় অপরাজিত শুভমন (৩৩) এবং ঋষভ পন্থ (১২)। বাংলাদেশের রানা ১২ রানে ১ উইকেট নিয়েছেন। ১৬ রানে ১ উইকেট মেহদির। ১৭ রানে ১ উইকেট তাসকিনের।
অন্যদিকে, বাংলাদেশের গোটা ইনিংস জুড়েই ব্যাটারদের অস্বস্তি চোখে পড়ল। শাকিব হাসান, লিটন দাস এবং মেহদি হাসান মিরাজ ছাড়া বাংলাদেশের কারও মধ্যে উইকেট আঁকড়ে থেকে লড়াই করার চেষ্টা দেখা গেল না।