কলকাতা: মঙ্গলবার মধ্য বঙ্গোপসাগর এলাকায় জোড়া ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। তারপর এটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোবে। আর এই নিম্নচাপের কারণেই বুধবার এবং বৃহস্পতিবার ভারী বৃষ্টি (Rain Update) হবে দক্ষিণবঙ্গে। সঙ্গে বেশ কিছু জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।
কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা?
আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে। আর বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে । পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বৃহস্পতিবার থেকে । বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে।