স্পোর্টস ডেস্ক: টেস্টে ২-০ ব্যবধানে বাংলাদেশকে হারিয়েছে ভারত। এবার টি২০ (T20) সিরিজে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুরেছে সূর্যকুমাররা। শেষ ম্যাচে কি ঘুরে দাঁড়াতে পারবে বাংলাদেশ? এখন এই প্রশ্নটাই। তা না হলে হোয়াইট ওয়াশ শুধু সময়ের অপেক্ষা।
বুধবার টস জিতে ভারতকে শুরুতে ব্যাট করতে পাঠিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শুরুতে ভারতের তিন উইকেট দ্রুত তুলে নিয়ে চাপ তৈরি করেছিলেন বাংলাদেশের বোলাররা। টস জিতে প্রথমে ফিল্ডিং করে পাওয়ার প্লে-র ৬ ওভারের মধ্যে ভারতের তিন উইকেট ফেলে দিয়েছিলেন তাস্কিন আমেদরা। কিন্তু বাংলাদেশ শিবির হয়তো ঘুণাক্ষরেও ভাবতে পারেননি যে, ভারত এভাবে কামব্যাক করবে।
বিধ্বংসী ইনিংস খেললেন নীতীশ রেড্ডি (Nitish Reddy)। মাত্র ১৭ বলে হাফসেঞ্চুরি করলেন। বাংলাদেশের বোলিংকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করলেন। অন্যদিকে, রিঙ্কু সিংহ নীতীশের সঙ্গে পাল্লা দিয়ে ২৬ বলে হাফসেঞ্চুরি করেন। দুই তরুণের দাপটে মাত্র ১৮.২ ওভারে দুশো পেরিয়ে যায় ভারত। চতুর্থ উইকেটে ৪৯ বলে ১০৮ রান যোগ করলেন দুজনে। ৬ নম্বরে নেমে ১৯ বলে ৩২ রান করলেন হার্দিক। ২০ ওভারে ভারত তোলে ২২১/৯। জবাবে ১৩৫/৯ স্কোরে আটকে গেল বাংলাদেশ। ভারত ম্যাচ জিতল ৮৬ রানে। ২টি করে উইকেট বরুণ চক্রবর্তী ও নীতীশের। ব্যাটে বলে দাপট দেখিয়ে ম্যাচের সেরা নীতীশই।