কলকাতা: দুর্গাপুজোর পর প্রথম দিনই শোভাবাজা-সুতানুটি স্টেশনে আত্মহত্যার চেষ্টা। মেট্রো (Kolkata Metro) পরিষেবা ব্যহত ব্লু লাইনে।
জানা গিয়েছে, সকাল ১১টা ৪৫ মিনিট নাগাদ শোভাবাজার-সুতানুটি স্টেশনে মেট্রোলাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি। তাঁকে উদ্ধার করতে লাইনের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত দমদম থেকে সেন্ট্রাল পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ রয়েছে। ব্লু লাইনে আপাতত মেট্রো চলছে সেন্ট্রাল থেকে কবি সুভাষ পর্যন্ত। অন্য দিকে, দমদম এবং দক্ষিণেশ্বরের মাঝেও মেট্রো পরিষেবা স্বাভাবিক রয়েছে।