স্পোর্টস ডেস্ক: প্রথমে অলরাউন্ডার হিসেবে না খেলে, ব্যাটার হিসেবে খেলার সম্ভাবনা ছিল অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিনের। কিন্তু বর্ডার-গাভাসকর সিরিজই শুধু নয়, আপাতত ৬ মাস মাঠের বাইরে থাকতে হবে কারণ, তাঁর অস্ত্রোপচার হবে। অতএব ভারতের বিরুদ্ধে গ্রিনকে পাবে না অস্ট্রেলিয়া।
ক্রিকেট অস্ট্রেলিয়া সোমবার এক বিবৃতিতে গ্রিনের না খেলার কথা জানিয়েছে। জানানো হয়েছে, ‘‘গত সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরের সময় গ্রিন পিঠে ব্যথার কথা জানিয়েছিল। চোটের জায়গায় স্ক্যান এবং অন্যান্য পরীক্ষা করে চিকিৎসকেরা জানিয়েছেন, গ্রিনের স্ট্রেস ফ্র্যাকচার হয়েছে। জোরে বোলারদের ক্ষেত্রে এই ধরনের চোট স্বাভাবিক। এই পরিস্থিতিতে ওর পক্ষে খেলা সম্ভব নয়। সম্পূর্ণ সুস্থ হওয়ার জন্য অস্ত্রোপচার করাতে হবে। ছ’মাস মতো মাঠের বাইরে থাকতে হবে গ্রিনকে।’’
উল্লেখ্য, ২২ নভেম্বর থেকে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া (Ind vs Aus) পাঁচ টেস্টের সিরিজ। টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা নিশ্চিত করার জন্য দু’দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সিরিজ।