স্পোর্টস ডেস্ক: এমার্জিং এশিয়া কাপের (ACC Emerging Teams Asia Cup) সেমিফাইনালে উঠে গেল ভারত। সোমবার ওমানের আল আমিরাতে তারা সংযুক্ত আরব আমিরশাহিকে ৭ উইকেটে হারিয়েছে। এই নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে জিতল ভারত। প্রথম ম্যাচে তারা হারিয়েছিল পাকিস্তানকে। সোমবারের ম্যাচে আগে ব্যাট করতে নেমে ১৬.৫ ওভারে ১০৭ রানে অল আউট হয়ে যায় আমিরশাহি।
জবাবে ব্যাট করতে নেমে ওপেনার হিসেবে ২৪ বলে ৫৮ রান করেন অভিষেক শর্মা। পাঁচটি চার এবং চারটি ছয় মেরেছেন তিনি। অধিনায়ক তিলক বর্মা ১৮ বলে ২১ রান করেন। পরের দিকে আয়ুষ বাদোনি একটি চার এবং একটি ছয় মেরে জিতিয়ে দেন ভারতকে। ৫৫ বল বাকি থাকতে জেতে ভারত।
বুধবার শেষ ম্যাচে ভারত নামবে ওমানের বিরুদ্ধে। সোমবার ম্যাচ জয়ের পর দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপে সবার উপরে ভারত।