কলকাতা: ‘দানা’র প্রবাবে বাংলায় এখন নিম্নচাপের মেঘ কাটলেও, মাঝে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সর্তকতা রয়েছে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কয়েকটি জেলায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার প্রধানত আংশিক মেঘলা আকাশ থাকবে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে। মাঝে মাঝে সম্পূর্ণ মেঘলা আকাশ এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। রবিবার অর্থাৎ গতকাল থেকে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গে।
পাশাপাশি কালীপুজো এবং দীপাবলির সময় (Diwali Weather) শুষ্ক এবং হিমেল হাওয়া বইতে পারে। অত্যন্ত মনোরম পরিবেশে কালীপুজো এবং দীপাবলি উদযাপনের পূর্বাভাস রয়েছে আবহাওয়া দফতরের তরফে।