স্পোর্টস ডেস্ক: ক্যাপড ক্রিকেটার হিসাবে রিঙ্কু সিংকে (Rinku Singh) রিটেন করেছে কলকাতা নাইট রাইডার্স। ৫৫ লাখ থেকে একেবারে ১৩ কোটি টাকায় রিটেন করা হয়েছে তাঁকে। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় রিঙ্কু নিজের একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে তাঁকে কেকেআরের হেলমেট এবং জার্সিতে দেখা যাচ্ছে। যে ভিডিয়ো পোস্ট করে রিঙ্কু লিখেছেন, “হামারি প্রেম কাহানি তো অভি ব্যস শুরু হুই হে। পিকচার অভি বাকি হে মেরে দোস্তো।”
অর্থাৎ, আমাদের প্রেম কাহিনি সবে শুরু হয়েছে, এখনও অনেক কিছু বাকি রয়েছে। কেকেআরের অন্যতম মালিক শাহরুখ খানের ‘ওম শান্তি ওম’ ছবিতে একটি সংলাপের সঙ্গে মিল রেখে এই লাইন লিখেছেন রিঙ্কু।
প্রসঙ্গত, আইপিএলে ৪৬ ম্যাচে ৮৯৩ রান করেছেন রিঙ্কু। তাঁর গড় ৩০.৭৯। মূলত ফিনিশার হিসাবেই তাঁকে খেলায় কেকেআর। রিঙ্কুর স্ট্রাইক রেট ১৪৩.৩৩। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে শেষ ওভারে পাঁচটি ছক্কা মেরে ম্যাচ জিতিয়েছিলেন রিঙ্কু। যে ঘটনা তাঁর জীবন পাল্টে দেয়।
Here are your retained Knights 💜
Next Stop: #TATAIPLAuction 💰🔨 pic.twitter.com/fvr1kwWoYn
— KolkataKnightRiders (@KKRiders) October 31, 2024