Tuesday, July 1, 2025
spot_img
28.2 C
West Bengal

Latest Update

জাতীয় পতাকায় কারসাজি, ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা বাংলাদেশে

Follow us on :

ওয়েব ডেস্ক: জাতীয় পতাকার উপর গেরুয়া পতাকা লাগানোর অভিযোগ! পড়শি দেশের সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন ‘বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ’-এর ২ সন্ন্যাসী-সহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা। দিনকয়েক আগে এই সংগঠনের ডাকেই এক সমাবেশে যোগ দিয়েছিল বাংলাদেশের হাজার হাজার হিন্দু। নিজেদের অধিকার রক্ষা করতে অন্তর্বর্তী ইউনুস সরকারের কাছে ৮ দফা দাবিও রেখেছছিলেন তারা।

সূত্রের খবর, বাংলাদেশের চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে বাংলাদেশের জাতীয় পতাকার উপরে একটি গেরুয়া রঙের পতাকা টাঙানো হয়। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ ব্রহ্মচারী ও ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ দাশ ব্রহ্মচারীর বিরুদ্ধে। অভিযুক্তদের তালিকায় রয়েছে আরও ১৭ জনের নাম।

ফিরোজ খান নামে এক ব্যক্তি ১৯ জনের বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেন বলে জানা গিয়েছে। অভিযোগ দায়ের হওয়ার পর তৎপর হয়ে ওঠে বাংলাদেশি পুলিশ। ইতিমধ্যে এই মামলায় রাজেশ চৌধুরী ও হৃদয় দাশ নামে দুজনকে গ্রেপ্তারও করা হয়েছে। অপরদিকে, মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে সরব হয়েছেন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা। রাস্তায় রাস্তায় বিক্ষোভ শুরু করেছেন তারা।

প্রসঙ্গত, চলতি বছরের আগস্টে বড় রাজনৈতিক পালাবদল ঘটেছে বাংলাদেশে। ব্যাপক জনরোষে গদিচ্যুত মুজিবকন্যা শেখ হাসিনা। ড. মহম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। তবে হাসিনার দেশত্যাগের পর হিন্দুদের উপর শুরু হয়েছে অকথ্য অত্যাচার ও নিপীড়ন। অধিকার রক্ষার দাবিতে গত ২৫ অক্টোবর সনাতন জাগরণ মঞ্চ চট্টগ্রামের লালদিঘির ময়দানে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় অভিযুক্ত সংগঠন। সম্মেলনে যোগ দেন হাজার হাজার হিন্দু। এই মামলায় গ্রেফতারি ফের বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা ও মানবাধিকার নিয়ে বড় প্রশ্নের মুখে। তথ্য: WION

Entertainment