ওয়েব ডেস্ক: ২ নভেম্বর শাহরুখ খানের (Shah Rukh Khan) ৫৯ তম জন্মদিন। আর জন্মদিনে বাড়ির ছাদে উঠে অনুরাগীদের সঙ্গে দেখা করবেন বাদশা, এটা প্রায় রেওয়াজের মতো হয়ে গিয়েছে। নিজের বিখ্যাত পোজ-এ দু’হাত বাড়িয়ে দাঁড়াবেন। উড়িয়ে দেবেন চুম্বন ভক্তদের উদ্দেশে। কিন্তু এবার তাঁর ব্যতিক্রম হল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি ছাদে আসেননি। যদিও সময় এখনও আছে। ভক্তরা এখনও অপেক্ষায়।
কিন্তু শাহরুখ খান কেন এলেন না ছাদে?
শোনা গিয়েছে, মেয়ে সুহানা এ বার নাকি বাবার জন্য বিশেষ আয়োজন করেছেন। তবে অনেকেই মনে করছেন হয়তো নিরাপত্তার কারণেই এ বার আড়ালে বাদশা। এমনিতেই সলমন খানকে একের পর এক হুমকি দেওয়া হচ্ছে। গত মাসে দশেরাতেই বাবা সিদ্দিকিকে প্রকাশ্যে গুলি করা হয়েছে। সেই সময়ও শাহরুখকে দেখা যায়নি সেখানে। তবে কি এ বছরটা আড়ালেই থাকবেন শাহরুখ! নাকি দেখা দেবেন নিজস্ব ভঙ্গিতে?