Thursday, March 13, 2025
spot_img
36.9 C
West Bengal

Latest Update

IPL

IPL খেলবেন জেমস অ্যান্ডারসন?

Follow us on :

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টিকে সাধারণত তরুণদের খেলা বলা হয়। আইপিএলেও (IPL) প্রতি বছর অনেক তরুণ ক্রিকেটার নজর কাড়েন। সেই প্রতিযোগিতায় এ বার নামতে চান জেমস অ্যান্ডারসন। তাঁর একটি বিশেষ কারণ রয়েছে। আইপিএলের অভিজ্ঞতা সঞ্চয় করতে চান তিনি। অ্যান্ডারসন বলেন, “আমার মনে হয় এখনও আমি খেলার ক্ষমতা রয়েছে। আইপিএলে কোনও দিন খেলিনি। এই অভিজ্ঞতা আমাকে আরও কিছু দিন খেলা চালিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।”

টেস্ট ক্রিকেট থেকে অবসরের পর ইংল্যান্ডের জাতীয় দলে মেন্টরের দায়িত্ব সামলেছেন অ্যান্ডারসন। ভবিষ্যতে কোচ হওয়ার বাসনা তাঁর রয়েছে। সেখানেও আইপিএলকে গুরুত্ব দিচ্ছেন তিনি। অ্যান্ডারসন বলেন, “আমি কয়েক দিন কোচিং করিয়েছি। ইংল্যান্ড দলের মেন্টর ছিলাম। ভবিষ্যতে সুযোগ পেলে কোচিং করাতে পারি। আইপিএল খেললে ক্রিকেটের জ্ঞান আরও কিছুটা বাড়বে। সেই জ্ঞান ভবিষ্যতে কাজে লাগবে।”

Entertainment