স্পোর্টস ডেস্ক: বর্ডার-গাভাস্কার ট্রফি খেলার পর ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের ক্রিকেট থেকে বিশ্রাম নিতে চেয়েছিলেন কেএল রাহুল (KL Rahul)। কিন্তু বিসিসিআই (BCCI) রাহুলের ছুটির আবদার না মঞ্জুর করে দিল। ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের ক্রিকেটে বিশ্রাম চেয়েছিলেন লোকেশ রাহুল। প্রথমে রাজি হলেও এখন বোর্ড সেই ছুটি দিতে রাজি নয়।
জানা গিয়েছে, এক দিনের সিরিজে কেএল রাহুলকে খেলাতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নিতে চাইছে বিসিসিআই। বোর্ডের এক কর্তা এক সংবাদমাধ্যমকে বলেন, “নির্বাচকেরা প্রথমে রাহুলকে বিশ্রাম দেওয়ার কথা ভাবছিলেন। এক দিনের ক্রিকেটে মিডল অর্ডারে খেলে ও। সেই সঙ্গে উইকেটরক্ষক হিসাবেও দায়িত্ব সামলাতে পারে। এমন একজনকে পুরো সাদা বলের সিরিজে বিশ্রাম না দিয়ে এক দিনের সিরিজে খেলানোর কথা ভাবা হচ্ছে। ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে।”
উল্লেখ্য, ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ শুরু ৬ ফেব্রুয়ারি থেকে। তিনটি ম্যাচ খেলবে দুই দল। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সেটাই ভারতের শেষ প্রস্তুতির সুযোগ। ১২ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচ।
Jasprit Bumrah | চ্যাম্পিয়ন্স ট্রফিতে আদৌ খেলতে পারবেন বুমরা?