ওয়েব ডেস্ক: পিছিয়ে গেল অস্কার (Oscars) মনোনয়ন ঘোষণা পর্ব। অ্যাকাডেমি কর্তৃপক্ষ জানিয়েছেন, আপাতত এক সপ্তাহের জন্য মনোনয়ন ঘোষণা পিছিয়ে দিয়েছেন। এই প্রসঙ্গে একটি বিবৃতি প্রকাশ করে অ্যাকাডেমি। সংস্থার সিইও বিল ক্রেমার এবং প্রেসিডেন্ট জ্যানেট ইয়াংয়ের দওয়া সেই যৌথ বিবিৃতিতে লেখা হয়েছে, ‘‘আমরা অগ্নিকাণ্ড এবং তার ফলে অগণিত ক্ষতিগ্রস্ত মানুষকে দেখে বিচলিত।’’
অ্যাকাডেমি জানিয়েছে, সিনেমাজগতের অংশ হিসেবে তারা সব সময়েই ঐক্যের পথে হাঁটে এবং এই কঠিন সময়ে সকলের পাশে দাঁড়িয়ে পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুত তারা। অ্যাকাডেমি আরও জানিয়েছে, আগামী ২৩ জানুয়ারি পরবর্তী মনোনয়ন প্রকাশ করা হবে। তার আগে নিয়ম মেনে চলবে ভোটদান পর্ব।
lতবে অস্কারের মনোনয়ন প্রকাশ পর্ব পিছিয়ে গেলেও মূল অনুষ্ঠানস্থল এখনও অপরিবর্তিত রয়েছে। আগামী ২ মার্চ (আমেরিকান সময় অনুসারে) লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অস্কার অনুষ্ঠিত হওয়ার কথা।