Friday, March 14, 2025
spot_img
25.2 C
West Bengal

Latest Update

চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করল BCCI, স্কোয়াডে কারা?

Follow us on :

স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করল ভারতীয় বোর্ড (BCCI)। ১৫ জনের দলে অধিনায়কত্ব করবেন রোহিত শর্মা। এদিন অর্থাৎ শনিবার রোহিত এবং নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর সাংবাদিক সম্মেলনে ভারতের দল ঘোষণা করেন। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু এই প্রতিযোগিতা।

ভারত গ্রুপ পর্বে খেলবে বাংলাদেশ, পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ভারতের সব ম্যাচ হবে দুবাইয়ে। বাকি দলগুলির ম্যাচ হবে পাকিস্তানে। ভারত যদি সেমিফাইনালে ওঠে, তা হলে সেই ম্যাচও হবে দুবাইয়ে। ভারত ফাইনালে উঠলেও সেই ম্যাচ হবে ওখানে।

একনজরে দেখে নেওয়া যাক চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় স্কোয়াডে কোন কোন ক্রিকেটার-

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, লোকেশ রাহুল, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর পটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, আরশদীপ সিংহ এবং ওয়াশিংটন সুন্দর এবং যশস্বী জয়সওয়াল।

Entertainment