Friday, March 14, 2025
spot_img
25.2 C
West Bengal

Latest Update

IPL KKR Schedule

IPL KKR Schedule | আইপিএলে কলকাতার ম্যাচ কবে কোথায়?

Follow us on :

স্পোর্টস ডেস্ক: ২০০৮ সালে আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা-বেঙ্গালুরু। এ বারের প্রতিযোগিতাও শুরু হবে তাদের খেলা দিয়েই। অর্থাৎ ১৬ বছর পর প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে কলকাতা এবং বেঙ্গালুরু। তবে গত মরশুমে চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তাই এবারে কলকাতার ম্যাচ (IPL KKR Schedule) কবে এবং কোথায় কোথায় হতে চলেছে সেটা একনজরে দেখে নেওয়া যাক-

কেকেআরের ম্যাচের তালিকা:

২২ মার্চ — বনাম বেঙ্গালুরু

২৬ মার্চ — বনাম রাজস্থান

৩১ মার্চ — বনাম মুম্বই

৩ এপ্রিল — বনাম হায়দরাবাদ

৬ এপ্রিল — বনাম লখনউ

১১ এপ্রিল — বনাম চেন্নাই

১৫ এপ্রিল — বনাম পঞ্জাব

২১ এপ্রিল — বনাম গুজরাত

২৬ এপ্রিল — বনাম পঞ্জাব

২৯ এপ্রিল — বনাম দিল্লি

৪ মে — বনাম রাজস্থান

৭ মে — বনাম চেন্নাই

১০ মে — বনাম হায়দরাবাদ

১৭ মে — বনাম বেঙ্গালুরু

এই ১৪টি ম্যাচের মধ্যে সাতটি ম্যাচ হবে ইডেনে। ২৬ মার্চ রাজস্থান, ৩১ মার্চ মুম্বই, ১১ এপ্রিল চেন্নাই, ১৫ এপ্রিল পঞ্জাব, ২৯ এপ্রিল দিল্লি, ১০ মে হায়দরাবাদ ও ১৭ মে বেঙ্গালুরুর বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলবে কলকাতা। আর ইডেনে ম্যাচের তারিখ- ২২ মার্চ, ৩, ৬ এপ্রিল, ২১ এপ্রিল, ২৬ এপ্রিল, ৪ মে এবং ৭ মে।

Entertainment