Saturday, March 22, 2025
spot_img
21.3 C
West Bengal

Latest Update

ICC Champions Trophy 2025

ICC Champions Trophy 2025 | ভারতের ম্যাচে অতিরিক্ত টিকিট, কবে থেকে পাওয়া যাবে?

Follow us on :

স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy 2025) ভারতের ম্যাচে অতিরিক্ত টিকিট বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। ভারতের তিনটি গ্রুপ পর্বের ম্যাচেই অতিরিক্ত টিকিট বিক্রি করা হবে। আইসিসি একটি বিবৃতিতে জানিয়েছে, ২০ ফেব্রুয়ারি ভারত-বাংলাদেশ, ২৩ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান ও ২ মার্চ ভারত-নিউ জ়িল্যান্ড ম্যাচের অতিরিক্ত টিকিট বিক্রি শুরু হবে। রবিবার স্থানীয় সময় রাত ১২টা থেকে টিকিট বিক্রি শুরু হবে। ভারতের দর্শকেরা সোমবার দুপুর দেড়টা থেকে টিকিট কিনতে পারবেন।

অন্যদিকে, দুবাইয়ে প্রথম সেমিফাইনালের টিকিটও বিক্রি শুরু হবে। ওই একই সময়ে দর্শকেরা টিকিট কিনতে পারবেন। তবে প্রথম পর্যায়ে খুব কম টিকিটই বিক্রি করা হবে। এখন ফাইনালের টিকিট বিক্রি হবে না। কারণ, ভারত ফাইনালে উঠলে খেলা হবে দুবাইয়ে। ভারত না উঠলে ফাইনাল হবে পাকিস্তানে।

উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারত ইতিমধ্যেই দুবাইয়ে পৌঁছে গিয়েছে। সেখানেই বৃহস্পতিবার বাংলাদেশের মুখোমুখি হবেন টিম ইন্ডিয়া।

Entertainment