স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রত্যাবর্তন ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেট নিয়ে প্রত্যাশা বাড়িয়ে দিয়েছেন মহম্মদ শামি। জসপ্রীত বুমরার অভাব ভালো ভাবেই পূরণ করবেন শামি, এমনটাই আশা ভারতীয় ক্রিকেটপ্রেমীদের।
কিন্তু রবিবার দুবাইয়ে ভরা স্টেডিয়ামে কান পাতা দায়। তুমুল উত্তেজনায় ম্যাচ শুরু (India vs Pakistan)। তবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ওভারেই ৫টি ওয়াইড দিলেন বাংলার পেসার। এক ওভারে বাবর-ইমামদের সংগ্রহ ৬ রান। টান টান আবহেই ভারত-পাক থ্রিলার শুরু।
অন্যদিকে, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে (India vs Pakistan) টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিল মহম্মদ রিজওয়ান। রবি শাস্ত্রী যখন টসের পর রোহিতকে এ বিষয়ে জিজ্ঞাসা করেন, তখন তিনি বলেন – কোনও ব্যাপার নয়। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ভারতের আনচেঞ্চড স্কোয়াড। অর্থাৎ বাংলাদেশের সঙ্গে যে টিম নিয়ে নেমেছিল ভারত, সেই টিমই খেলবে পাকিস্তানের বিরুদ্ধে।
উল্লেখ্য, প্রথম ম্যাচে বাংলাদেশকে হারানোর পর আত্মবিশ্বাসী হয়ে পাকিস্তানের বিরুদ্ধে নামছে ভারত। অন্য দিকে, ভারতকে হারাতে না পারলে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে কার্যত বিদায় নেবে পাকিস্তান। আর ভারত জিতলে কার্যত সেমিফাইনাল বলেই ধরে নেওয়া যেতে পারে।