Tuesday, July 1, 2025
spot_img
29.2 C
West Bengal

Latest Update

Mamata Banerjee

Mamata Banerjee | ৩ দিনের উত্তরবঙ্গ সফরে মমতা বন্দ্যোপাধ্যায়, কী কী কর্মসূচী?

Follow us on :

কলকাতা: সোমবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনদিনের এই সফরে থাকছে একগুচ্ছ কর্মসূচী। সফরের প্রথমদিনেই তিনি শিল্পপতিদের সঙ্গে বিজনেস মিট করবেন। ২০ তারিখ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা তুলে দেবেন উপভোক্তাদের হাতে। ২১ তারিখ রয়েছে প্রশাসনিক বৈঠক।

সূত্রের খবর, জোরকদমে প্রস্তুতি চলছে উত্তরবঙ্গের জেলায় জেলায়। ১৯ মে প্রথমে শিলিগুড়ি পৌঁছবেন মুখ্যমন্ত্রী। বিকেলে বাগডোগরা বিমানবন্দরে নামবেন বলে জানা গিয়েছে। সেখান থেকে সড়কপথে সরাসরি শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে পৌঁছে একটি সরকারি কর্মসূচিতে যোগ দেবেন মমতা। এখন থেকে ওই এলাকার সর্বত্র আঁটোসাঁটো নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে।

জানা গিয়েছে, এবারের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন কয়েকজন নেতা-মন্ত্রীও। যে কারণে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় চলছে পুলিশের জোরদার টহল। শনিবার দীনবন্ধু মঞ্চের প্রস্তুতি খতিয়ে দেখতে আসছেন দার্জিলিংয়ের জেলাশাসক প্রীতি গোয়েল ও অন্যান্য প্রশাসনিক অফিসাররা।

Entertainment