Thursday, July 31, 2025
spot_img
28.8 C
West Bengal

Latest Update

Amitabh Bachchan

Amitabh Bachchan | ইনস্টাগ্রাম শিখছেন অমিতাভ বচ্চন

Follow us on :

ওয়েব ডেস্ক: অমিতাভ বচ্চন প্রমাণ করেছেন যে বয়স কেবল একটি সংখ্যা, তার বেশি কিছু নয়। এই বয়সেও তিনি খুব সক্রিয়, একটি ব্যস্ত সময়সূচী অনুসরণ করেন যেখানে তিনি বারো ঘন্টারও বেশি সময় ধরে শুটিং করছেন এবং ক্রমাগত নতুন জিনিস শেখার চেষ্টা করছেন। এখন ৮২ বছর বয়সে এসে অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) সিদ্ধান্ত নিয়েছেন কীভাবে ইনস্টাগ্রাম চালাতে হয় তা শিখবেন।কলকাতার খাবার

টুইটারে ভীষণই অ্যাক্টিভ অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। নানা ধরনের বিষয় নিয়ে টুইট করেন। শুধু যে ছবির প্রচার করেন তা নয়। আবার নিজের ব্লগ লেখার ব্যাপারে বেশ কিছু বছর ধরে নজর কেড়েছেন বলিউডের শাহেনশা। ইনস্টাগ্রামে নিয়মিত পোস্ট করতে দেখা যায় না তাঁকে। ৮২ বছর বয়সে এসে অমিতাভ বচ্চন সিদ্ধান্ত নিয়েছেন কীভাবে ইনস্টাগ্রাম চালাতে হয় তা শিখবেন। বিগবি ক্যামেরার দিকে তাকিয়ে নিজের রেকর্ডিংয়ের একটি ছোট ক্লিপ শেয়ার করেছেন। অমিতাভ খোলসা করেছেন, ”আমি এই ভিডিয়ো পোস্ট করে ইনস্টাগ্রাম শেখার চেষ্টা করছি। আশা করছি, বিষয়টা ঠিকমতো করতে পারছি।” শাহেনশার এনার্জি দেখে নেটিজেনরা মুগ্ধ।

Entertainment