ওয়েব ডেস্ক: দু’দশক আগে লালুপ্রসাদের (Lalu Prasad Yadav) আমলে সারা দেশে ‘বিহারি’ শব্দটি যেখানে অপমানের প্রতীক হয়ে দাঁড়িয়েছিল, সেখানে আজ তা সম্মানের পরিচায়ক — এমনই দাবি করলেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ সভাপতি নীতীশ কুমার (Nitish Kumar)। শনিবার বিধানসভা নির্বাচনের প্রচারে প্রকাশিত এক ভিডিয়ো বার্তায় তিনি বলেন, ‘‘বিহারি শব্দটি এখন সম্মানের।’’
প্রায় চার মিনিটের সেই ভিডিয়ো বার্তায় মুখ্যমন্ত্রী স্মরণ করেন তাঁর সরকারের উন্নয়ন যাত্রার কথা। নীতীশ বলেন, ‘‘২০০৫ সালে ক্ষমতায় আসার পরে আমার সরকার সততার সঙ্গে বিহারের জনগণের সেবা করেছে। কঠোর পরিশ্রম রাজ্যের উত্তরণ ঘটিয়েছে। এটি তারই ফল।’’
একই সঙ্গে, পূর্বতন শাসকদল আরজেডি ও তাদের নেতৃত্বাধীন পরিবারতন্ত্রকেও নিশানা করেন নীতীশ। প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব, তাঁর স্ত্রী ও প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী, এবং তাঁদের পুত্র তথা বিরোধী জোট ‘মহাগঠবন্ধন’-এর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদবের উদ্দেশে ইঙ্গিত করে নীতীশের মন্তব্য— ‘‘আমার কাছে পরিবার নয়, বিহারই প্রথম।’’
বিধানসভা ভোটের আগে নীতীশের এই বার্তাকে রাজনৈতিক মহল দেখছে আরজেডির বিরুদ্ধে তাঁর প্রচারের মূল সুর হিসেবে — একদিকে উন্নয়ন ও সুশাসনের বার্তা, অন্যদিকে পরিবারতন্ত্রের বিরুদ্ধে অবস্থান।



