স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। বর্তমানে তিনি খেলছেন শুধুমাত্র এক দিনের ক্রিকেট। গত দু’টি সিরিজে ধারাবাহিক রান করে ফের ছন্দে ফিরেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। তবে ২০২৭ সালের বিশ্বকাপে তাঁর খেলা এখনও নিশ্চিত নয়। সেই প্রশ্নের মাঝেই অবসর নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন রোহিত—এখনই ক্রিকেটকে বিদায় জানানোর কোনও ভাবনা নেই তাঁর।
বিশ্বকাপের দলে থাকতে হলে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে—এমন নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই নির্দেশ মেনেই বিজয় হজারেতে মুম্বইয়ের হয়ে মাঠে নামবেন রোহিত। তার আগে গুরুগ্রামে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুখ খুললেন তিনি।
রোহিত জানিয়ে দেন, যত দিন সম্ভব তিনি খেলে যেতে চান। তাঁর কথায়, “আমার জীবনের শুরুটা কঠিন ছিল। কিন্তু একবার ছন্দ পেয়ে যাওয়ার পর, একবার বিমানে উঠে পড়ার পর আর নীচে নামেনি। সেটাই আসল। আমি চাই না, খুব তাড়াতাড়ি সেই বিমান নীচে নামুক। আমি এখনও উপরে থাকতে চাই।”
বিমানের উদাহরণ কেন দিলেন, তা-ও ব্যাখ্যা করেছেন রোহিত। তিনি বলেন, “প্রায় সবাই বিমানে চড়েছেন। বিমান যখন ৩৫-৪০ হাজার ফুট উপরে উঠে যায়, তখন সবাই নিশ্চিন্ত থাকে—খাওয়া-দাওয়া করে, ঘুমোয়। জীবনও তেমনই। একবার ছন্দ পেলে সেখানে থাকাটা খুব জরুরি। অবতরণও অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু সেটা নির্ভর করে আপনি কখন নামতে চান। আমার এখন তেমন কোনও ইচ্ছা নেই।”
টেস্ট ক্রিকেট থেকে রোহিতের অবসরের নেপথ্যে কোচ গৌতম গম্ভীরের ভূমিকা নিয়ে নানা মহলে আলোচনা রয়েছে। অনেকের অভিযোগ, জোর করেই নাকি রোহিতকে টেস্ট থেকে সরে যেতে হয়েছে। যদিও টেস্ট ক্রিকেট ছাড়লেও এক দিনের ফরম্যাটে তাঁর ব্যাট যে এখনও সমান ধারালো, তা প্রমাণ করেছেন তিনি। অস্ট্রেলিয়ায় সিরিজ় সেরা হয়েছেন রোহিত। ভারতের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও উল্লেখযোগ্য পারফরম্যান্স করেছেন। আইসিসি-র এক দিনের ব্যাটারদের ক্রমতালিকায়ও তিনি শীর্ষে রয়েছেন।
ফিটনেস নিয়েও বাড়তি পরিশ্রম করেছেন রোহিত। ওজন কমিয়েছেন, শরীরী প্রস্তুতিতে এনেছেন পরিবর্তন। সব মিলিয়ে বার্তাটা স্পষ্ট—এখনই থামতে নারাজ রোহিত শর্মা। ব্যাটে যেমন, তেমনই কথাতেও জানিয়ে দিলেন, অবসর নিয়ে ভাবার সময় এখনও আসেনি।




