Friday, March 14, 2025
spot_img
39.4 C
West Bengal

Latest Update

Election Commission

নির্বাচনী বিধি ভেঙেছেন মোদি-রাহুল, জবাব তলব কমিশনের

মোদি এবং রাহুল উভয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগই বিবেচনা করে দেখল কমিশন

Follow us on :

নয়াদিল্লি: আদর্শ নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। সেই মর্মে কংগ্রেস এবং বিজেপির সভাপতিকে নোটিস পাঠিয়ে দুই দলের দুই তারকা প্রচারককে সাবধান করার বার্তাও দিয়েছে কমিশন। মোদি এবং রাহুলকে কী বলে সাবধান করা হল, তা চিঠি লিখে জানানোর নির্দেশও কমিশন দিয়েছে।

এই নোটিস দিতে গিয়ে কমিশন জানিয়েছে, নির্বাচনী প্রচারে উচ্চপদস্থ নেতাদের বক্তব্যের প্রভাব অনেক বেশি। বিবৃতি বলা হয়, “প্রার্থীদের আচরণের ব্যাপারে প্রাথমিক এবং ক্রমবর্ধমান দায়িত্ব নিতে হবে রাজনৈতিক দলগুলিকে।”

উল্লেখ্য, মোদি এবং রাহুল— উভয়ের বিরুদ্ধেই ধর্মের নামে সাম্প্রদায়িক মন্তব্য করে ভোট চাওয়ার অভিযোগ উঠেছিল। নির্বাচন কমিশনে নালিশও জমা পড়েছিল। গত রবিবার ভোটপ্রচারের জন্য রাজস্থানের বাঁশওয়ারায় একটি জনসমাবেশে যোগ দিয়েছিলেন মোদি। সেখানে গিয়ে তিনি অভিযোগ তুলেছিলেন, কংগ্রেস তার ইস্তাহারে দেশের সম্পদ মুসলমানদের মধ্যে বিলিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

অন্যদিকে, রাহুলের বিরুদ্ধে ভাষা এবং অঞ্চলের ভিত্তিতে ঘৃণা ও বিভেদ সৃষ্টির অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ হয়েছিল বিজেপিও। পদ্মশিবিরের অভিযোগ, দেশের দারিদ্র বৃদ্ধি নিয়ে রাহুল যে দাবি করে চলেছেন, তা সম্পূর্ণ মিথ্যা।

এ বার মোদি এবং রাহুল— উভয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগই বিবেচনা করে দেখল কমিশন। সেই মর্মে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে চিঠি পাঠিয়ে জবাব তলব করা হয়েছে।

Entertainment