কলকাতা: শনিবার ম্যাচ শেষ হওয়ার পরেই বিরাট এবং রোহিত জানিয়েছিলেন যে তাঁরা আগামী দিনে আর দেশের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেট খেলবেন না। রবিবার ইনস্টাগ্রামে পোস্ট করে অবসরের কথা ঘোষণা করেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। ভারতের হয়ে ৭৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন জাদেজা। ৫১৫ রান করেছেন। নিয়েছেন ৫৪টি উইকেট।
এদিন জাদেজা সোশ্যাল মিডিয়ায় লেখেন, “আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। গর্বিত ঘোড়া যেমন মাথা উঁচু করে চলে, আমিও তেমন দেশের হয়ে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। এখনও সেটা টেস্ট এবং এক দিনের ক্রিকেটে করার চেষ্টা করব। আমার স্বপ্ন ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়। তা সত্যি হয়েছে।”
View this post on Instagram