ওয়েব ডেস্ক: সইফ আলি খানের ওপর হামলার ঘটনার তদন্ত করতে গিয়ে উঠে এল আরও এক বিস্ফোরক তথ্য। শুধু সইফই নন, দুষ্কৃতীর নিশানায় নাকি ছিল শাহরুখ খানের (Shah Rukh Khan) বাড়িও। সইফ আলি খানের বাড়িতে হামলা করার দু’দিন আগেই নাকি বান্দ্রায় শাহরুখের বাড়ি, অর্থাৎ মন্নতেও হানা দেয় এক সন্দেহভাজন ব্যক্তি।
বাড়ির ভিতরে প্রবেশ না করলেও, বাইরে থেকে চারপাশ দেখে এসেছিল সেই ব্যক্তি। মনে করা হচ্ছে, সইফের দুষ্কৃতীই মন্নতের চারপাশ রেকি করতে পৌঁছেছিল। বিষয়টি খতিয়ে দেখতে শাহরুখের বাড়িতেও মুম্বই পুলিশের একটি দল পৌঁছয়। জানা যাচ্ছে, ঘটনার দু’দিন আগেই মন্নতের সামনে এক সন্দেহভাজন ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। সে ছয় থেকে আট ফুটের একটি লোহার মই বেয়ে মন্নতে প্রবেশ করার চেষ্টাও করে।
অন্য়দিকে, বৃহস্পতিবার লাগাতার চিরুনিতল্লাশি। শুক্রবার ধরা পড়ল সইফ আলি খান পটৌদীকে আক্রমণকারী। খবর, একেই নাকি সইফের বাড়ির সিসিটিভিতে দেখা গিয়েছে। বান্দ্রা রেলওয়ে স্টেশনে তল্লাশির সময়েই তার খোঁজ পায় পুলিশ। ওই সন্দেহভাজন ইতস্তত সেখানে ঘুরছিল বলে জানা গিয়েছিল। তার সন্দেহজনক গতিবিধি নজরে আসে পুলিশের। এর পরেই আটক করা হয় তাকে। জানা গিয়েছে, ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে।
Saif Ali Khan | সইফের পিঠে কোন ছুরি গাঁথা হয়েছিল? দেখুন সেই ছবি