Monday, December 22, 2025
spot_img
24.5 C
West Bengal

Latest Update

Humayun Kabir

Humayun Kabir | হুমায়ুনের নতুন দল ‘জনতা উন্নয়ন পার্টি’! প্রার্থী কারা?

Follow us on :

ওয়েব ডেস্ক: পূর্বঘোষণা মতোই সোমবার নিজের নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করলেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। নতুন দলের নাম জনতা উন্নয়ন পার্টি। এদিন দুপুরে মুর্শিদাবাদের বেলডাঙার খাগরুপাড়া মোড়ে এক সভা থেকে আনুষ্ঠানিক ভাবে দলের নাম ঘোষণা করেন তিনি। একই সঙ্গে প্রকাশ করা হয় দলের ইস্তাহারও।

হুমায়ুন কবীর জানান, আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি রেজিনগর এবং বেলডাঙা— এই দুই কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন। ভরতপুরের এই বিধায়ক আগেই স্পষ্ট করেছিলেন, নতুন দলের নামের সঙ্গে কংগ্রেস বা তৃণমূল— কোনও শব্দই রাখতে চান না তিনি। এদিন সেই অবস্থানই ফের তুলে ধরে হুমায়ুন বলেন, “মুর্শিদাবাদের মানুষ কংগ্রেসকে সম্পূর্ণ বর্জন করেছে। তৃণমূলকে ছুড়ে ফেলার অপেক্ষায় রয়েছে।” তাঁর সংযোজন, “দলের নাম এমন হওয়া দরকার, যার সঙ্গে সাধারণ মানুষ সহজেই একাত্ম হতে পারেন। বাংলার আমজনতার পার্টি হবে এই দল, যা আমজনতার উন্নয়নের কথাই ভাববে।”

নতুন দলের সম্ভাব্য প্রতীক নিয়েও ইঙ্গিত দিয়েছেন হুমায়ুন। তিনি জানান, ২০১৬ সালে নির্দল প্রার্থী হিসেবে টেবিল প্রতীক নিয়ে তিনি নির্বাচনে লড়েছিলেন। সেই অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, নতুন দলের প্রতীক হিসেবেও টেবিলই তাঁর প্রথম পছন্দ। তবে নির্বাচন কমিশন যদি সেই প্রতীক অনুমোদন না করে, সেক্ষেত্রে বিকল্প হিসেবে জোড়া গোলাপ প্রতীকের কথা ভাবা হচ্ছে। তাও সম্ভব না হলে অন্য প্রতীক বিবেচনা করা হবে। দলের পতাকায় থাকবে তিনটি রং— হলুদ, সবুজ এবং সাদা।

এদিন বেলডাঙায় প্রায় পাঁচ ফুট উঁচু লোহা ও অ্যালুমিনিয়ামের স্ট্যান্ডের উপর তৈরি মঞ্চ থেকেই নিজের নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করেন হুমায়ুন কবীর। গোটা এলাকা জুড়ে তাঁর নাম ও ছবি সংবলিত পোস্টার এবং ব্যানারে সাজিয়ে তোলা হয় সভাস্থল। দলের আত্মপ্রকাশ ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

Entertainment