Thursday, March 13, 2025
spot_img
37.6 C
West Bengal

Latest Update

Akshay Kumar

Akshay Kumar | দুর্ঘটনার কবলে অক্ষয় কুমার, ক্ষতিগ্রস্ত চোখ

Follow us on :

ওয়েব ডেস্ক: ‘হাউসফুল ৫’ ছবিতে শ্যুটিংয়ে দুর্ঘটনার কবলে পড়লেন অক্ষয় কুমার (Akshay Kumar)। চোখে আঘাত সবচেয়ে বেশি লেগেছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, অক্ষয় একটি কঠিন দৃশ্যে অভিনয় করছেন। সেই সময়েই একটা কিছু উড়ে এসে তাঁর চোখে ঢুকে যায়। সঙ্গে সঙ্গে শুটিং সেটে চোখের চিকিৎসককে ডেকে আনা হয়। তিনি অক্ষয়ের চোখে ওষুধ দিয়ে ব্যান্ডেজ বেঁধে দেন। আপাতত অভিনেতাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। অন্য অভিনেতাদের নিয়ে ছবির শুটিং শুরু হচ্ছে।

‘হাউসফুল ৫’ ছবিতে অক্ষয় ছাড়াও অভিনয় করছেন রিতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, শ্রেয়শ তালপড়ে, চাঙ্কি পাণ্ডে, জ্যাকলিন ফার্নান্ডেজ, নার্গিক ফকরি। এ ছাড়াও দেখা যাবে ফরদিন খান, দিনো মোরিয়া, জনি লিভার, জ্যাকি শ্রফ, সঞ্জয় দত্ত, নানা পটেকর, সোনম বাজওয়া, চিত্রাঙ্গদা সিংহ ও সৌন্দর্যা শর্মাকে।

Entertainment