Friday, March 14, 2025
spot_img
34.4 C
West Bengal

Latest Update

Ileana Dcruz

মাইকেলের সঙ্গে বিয়ে? জল্পনায় সিলমোহর ইলিয়ানার

সম্প্রতি মুক্তি পেয়েছে 'দো অউর দো পেয়ার'

Follow us on :

মুম্বই: বিয়ের জল্পনায় শিলমোহর দিলেন অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ (Ileana D’Cruz)। হ্যাঁ, সম্প্রতি ইন্ডিয়া টুডে-কে দেওয়া সাক্ষাৎকারে বিয়ের কথা নিজেই বললেন অভিনেত্রী।

বিয়ে প্রসঙ্গে প্রশ্নের উত্তরে ইলিয়ানা বলেন, ‘বিবাহিত জীবন খুব ভাল কাটছে। ওঁর সম্পর্কে কোন জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ করি তা বলা কঠিন। ভীষণভাবে ভাবতে হবে, কারণ আমার মনে হয় প্রত্যেকবার আমি একটা করে উত্তর খুঁজে বের করি, আর তার পরেরদিন আরও ভাল একটা কোনও ঘটনা ঘটে। ও আমাকে আমার সবচেয়ে খারাপ, এক্কেবারে খারাপ সময়ে দেখেছে। ও আমাকে কিছু ভাল মুহূর্তেও দেখেছে। ও প্রথম দিন থেকেই আমার সঙ্গে অবিচল হয়ে রয়েছে। ভালবাসার অবিচল উৎস এবং ও থেকে গিয়েছে। অদ্ভূতভাবে, এটা ‘দো অউর দো পেয়ার’ ছবির সংলাপের মতো, ও যেন প্রত্যেকদিন নতুন করে দেখা দেয়।’

উল্লেখ্য, বিভিন্ন সূত্রে খবর পাওয়া যাচ্ছিল ইলিয়ানা ডি’ক্রুজ (Ileana D’Cruz) ও মাইকেল ডোলান (Michael Dolan) ২০২৩ সালের ১৩ মে বিয়ে সেরেছেন। তবে সেই দাবিগুলিতে না কখনও সিলমোহর দিয়েছিলেন অভিনেত্রী, না কখনও অস্বীকার করেছিলেন।

সম্প্রতি মুক্তি পেয়েছে ‘দো অউর দো পেয়ার’ (Do Aur Do Pyaar)। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন বিদ্যা বালান, ইলিয়ানা ডি’ক্রুজ (Ileana D’Cruz), প্রতীক গান্ধী, সেনধিল রামামুর্তি।

Entertainment