Friday, March 14, 2025
spot_img
25.2 C
West Bengal

Latest Update

Price Hike

মুখ্যমন্ত্রীর নির্দেশ, বাজারে অভিযানের পর কতটা কমল দাম?

বুধবার থেকে বাজারে বাজারে অভিযান চলল

Follow us on :

কলকাতা: কাঁচা আনাজের দামে আগুন ছোঁয়া (Price Hike)। এককথায় দাম বেড়েই চলেছে। সেই নিয়েই গতকাল অর্থাৎ মঙ্গলবার ১০ দিনের মধ্যে দাম কমানোর জন্য নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই নির্দেশের পরই বুধবার থেকে বাজারে বাজারে অভিযান চলল।

সাধারণ মানুষের মতে, এই অভিযানের ফলে প্রথম দিনেই কাঁচা আনাজের দাম কিছুটা কমেছে। এক ক্রেতা হাসিমুখে দাবি করেন, মঙ্গলবার থেকে বুধবার, এক দিনে সব্জির দাম অনেকটাই কমে গিয়েছে।

হেলিপোর্ট গড়ছে রাজ্য, কোন ৩ জেলায় জেনে নিন

একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বুধবার সকালে পশ্চিম বর্ধমানের আসানসোলের একাধিক বাজার পরিদর্শন করলেন আসানসোল সদরের মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য। তাঁর সঙ্গে ছিলেন জেলার কৃষি বিপণন বিভাগ, কৃষি পরিমাপ বিভাগ, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকেরা। অভিযানে গিয়ে তাঁরা দেখেন, ‘হোলসেল’ বাজারের চেয়ে পাইকারি বাজারে বিভিন্ন সব্জির দাম বেশি। সঙ্গে সঙ্গে ওই ব্যবসায়ীদের সতর্ক করা হয়। এমনকী অনেক দোকানে ওজনের দাঁড়িপাল্লাও ঠিক নেই বলে জানিয়েছেন মহকুমা শাসক।

Entertainment