Friday, March 14, 2025
spot_img
34.4 C
West Bengal

Latest Update

Doctors Protest

চেয়ারের প্রতি ভরসা রেখেই এসেছিলাম, বললেন জুনিয়র ডাক্তাররা

Follow us on :

কলকাতা: লাইভ স্ট্রিমিংয়ে দাবিতে অনড় জুনিয়র ডাক্তাররা। এদিনও বৈঠক হল না। অবস্থান মঞ্চে ফিরে গেলন জুনিয়র ডাক্তাররা। আর মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠকের পর আন্দোলনকারী জুনিয়ার ডাক্তাররা জানান, “আমাদের সদিচ্ছা এখনও আছে। আশা করি, মুখ্যমন্ত্রীরও সদিচ্ছা এখনও আছে। আমরা ৩৪ দিন রাজপথে পড়ে রয়েছি। দরকার হলে, ৩৫ দিন, ৩৬ দিন, ৩৭ দিন থাকব। কিন্তু আলোচনার মাধ্যমেই সমাধান বার হবে, এটা আমাদের বিশ্বাস।”

তাঁদের সংযোজন, “আরজি করের ঘটনায় সমাজমাধ্যমে বিভিন্ন কথা হয়েছে। এমনকি মুখ্যমন্ত্রী নিজেও বহু সাংবাদিক সম্মেলন থেকে এই ঘটনা নিয়ে মন্তব্য করেছেন। অনেক সরকারি আধিকারিকও করেছেন। আমরা অবস্থান মঞ্চে ফিরে যাব। জানতে পারলাম নবান্নের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। যদি বন্ধ হয়ে যায়, আশা করি, দরজা আবার একদিন খুলবে। আমাদের অবস্থান চলবে।”

Entertainment