স্পোর্টস ডেস্ক: অবশেষে ভারতীয় ফুটবলে আশার আলো। ইন্ডিয়ান সুপার লিগ (ISL) ঘিরে দীর্ঘদিনের জট কাটতে চলেছে বলেই ইঙ্গিত দিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। ফেডারেশনের দাবি, আগামী সপ্তাহেই আইএসএলের দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
শনিবার এআইএফএফ-এর এমার্জেন্সি কমিটির বৈঠক ডাকা হয়। সেই বৈঠকেই তিন সদস্যের আইএসএল কমিটি তাদের চূড়ান্ত রিপোর্ট এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবের হাতে তুলে দেয়। বৈঠকে কমিটির প্রস্তাবগুলি সরকারিভাবে গৃহীত হয়েছে বলে জানানো হয়েছে।
ফেডারেশনের পক্ষ থেকে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, আইএসএল কমিটি যে সুপারিশগুলি করেছে, সেগুলির ভিত্তিতেই চলতি মরশুমের লিগ আয়োজন করা হবে। আরও জানানো হয়েছে, এ বছর আইএসএলের আয়োজক হিসেবে দায়িত্ব নেবে এআইএফএফ নিজেই।
সূত্রের খবর, রেফারিং থেকে শুরু করে সম্প্রচার-সহ লিগ পরিচালনার যাবতীয় খরচ বহন করবে ফেডারেশন। অন্যদিকে, ক্লাবগুলি নিজেদের দল গঠন করবে এবং হোম ম্যাচের আয়োজনের দায়িত্ব নেবে।
সব মিলিয়ে, দীর্ঘ অনিশ্চয়তার পর আইএসএল নিয়ে স্পষ্টতা আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে ভারতীয় ফুটবল মহল। এখন অপেক্ষা শুধুই আগামী সপ্তাহের আনুষ্ঠানিক ঘোষণার।
Dates for ISL to be announced next week.#IndianFootball ⚽️ pic.twitter.com/wzcatqVYQI
— Indian Football (@IndianFootball) January 3, 2026




