নয়াদিল্লি: গরুপাচার মামলায় জামিন অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal)। সুপ্রিম কোর্টে (Supreme Court) জামিন পেলেন অনুব্রত মণ্ডল। গরুপাচার মামলায় তিহাড়ে বন্দি আছেন অনুব্রত। তদন্তে সবরকম সহযোগিতা করতে হবে, না হলে জামিন বাতিল করা হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।
অনুব্রতর জামিন মঞ্জুর করে বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ। মঙ্গলবার ডিভিশন বেঞ্চ অনুব্রতের জামিন মঞ্জুর করলেও এখনই তিনি তিহাড় থেকে মুক্তি পাচ্ছেন না। সিবিআইয়ের মামলায় জামিন পেলেও ইডির মামলা এখনও ঝুলে রয়েছে দিল্লি হাই কোর্টে। সেই মামলায় কী রায় হয়, আপাতত সে দিকেই নজর থাকবে কেষ্টর।
তবে জামিন পেলেও কী কী শর্ত মানতে হবে অনুব্রত মণ্ডলকে?
সওয়াল-জবাব শেষে শর্তসাপেক্ষে অনুব্রতের জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। জামিন দেওয়ার সময় শীর্ষ আদালত তিনটি শর্ত দিয়েছে। বলা হয়েছে, অনুব্রতকে পাসপোর্ট জমা রাখতে হবে। পাশাপাশি বিচারপ্রক্রিয়া শুরু হলে তাতে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে এবং তৃতীয়ত, কোনও ভাবেই সাক্ষীদের উপর প্রভাব খাটাতে পারবেন না অনুব্রত।